ইতিকাফকারীদের দৈনন্দিন কর্মসূচি ও আমল

By | May 8, 2021

মৌলিকভাবে—•

নামায, তিলাওয়াত, জিকির, ক্বিরাত অনুশীলন, তালীম, সুন্নত ও বুনিয়াদি ইসলামি শিক্ষা ইত্যাদি।

রুটিন অনুযায়ি —•

ইতিকাফকারী রাত আড়াই টায় উঠে

দীর্ঘ করে তাহাজ্জুদ আদায় করবেন।

এরপর মুরাকাবা ও নফী-ইছবাতের জিকির করবেন।

ও খুব কান্নাকাটি করে মন খুলে দুআ করবেন

অতপর সাহরি খাবেন।

এরপর ফজরের নামায পড়বেন

সকাল-সন্ধার মাসনূন দুআ পড়বেন

এরপর ঘুমাবেন

সকাল ৮টায় ঘুম থেকে উঠে —•

ইশরাকের সালাত আদায় করবেন

ও সালাতুদ দুহা বা চাশতের নামায পড়বেন।

এরপর সুরা ইয়াসিন পড়বেন

ও তিন পারা কুরআন মাজিদ তিলাওয়াত করবেন।

এরপর সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত —•

ক্বিরাত মশক ও মাসনুন দোয়া এবং বুনিয়াদি ইসলামি শিক্ষার অনুশীলন।

এরপর যোহরের প্রস্তুতি —•

সালাতুয যাওয়াল পড়বেন।

ও কাযা নামায আদায় করবেন।

সম্ভব হলে সালাতুত তাসবীহ পড়বেন।

জোহরের পর —•

৩টা পর্যন্ত কুরআন তিলাওয়াত ও তালীম করবেন।

এরপর একটু বিশ্রাম নিবেন।

আসরের পর —•

কুরআন তিলাওয়াত, যিকির, দুআ-মুনাজাত করবেন। পারলে মুনাজাতে মাকবুল পড়বেন।

ইফতারির প্রস্তুতি ও দুআ, এরপর ইফতার গ্রহণ

মাগরিবের নামায বাদ —•

সকাল সন্ধার মাসনূন দুআ পড়বেন।

মাগরিবের পর আওয়াবিন এর সালাত

সূরা ওয়াকিয়া ও সূরা মূলক পড়বেন

ইশার নামাযের প্রস্তুতি।

ইশার – তারাবীহের পর —•

খানাপিনা খেয়ে দ্রুত শুয়ে পড়বেন।

– প্রস্তুত করণ:

মুফতী মাসূম বিল্লাহ

খতীব আল মদীনা জামে মসজিদ

ইস্টার্ন হাউজিং পল্লবী মিরপুর ঢাকা

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *