বর্তমান সমাজে ঈদ-উৎসব পর্বে কার্ড উপহার প্রদান এক ব্যাপক রেওয়াজ-রুসূমে পরিণত হয়েছে ৷ সব শ্রেণী-পেশার মানুষ একে অপরকে বিভিন্ন ধরণের বাহারী রঙের কার্ড পাঠিয়ে থাকে ৷ ঈদের কিছু দিন আগ থেকেই শুরু হয় প্রতিযোগীতার সাথে এই কার্ড বিতরণ ৷ দোকানগুলোতেও চলে বিক্রির ধুম ৷ উচ্চ-মধ্যম-নিম্ন সব মানেরই কার্ড রয়েছে ৷
ক্রেতা-বিক্রেতা কেউই এটাকে গোনাহের কাজ মনে করে না ৷ বরং এটাকে নতুন সংস্কৃতি-সভ্যতা ও আনন্দ-ফূর্তি মনে করে ৷
ঈদ এ উম্মতের বৈশিষ্ট্য এবং দীনের একটি উজ্জল নিদর্শন। তোমার দায়িত্ব এটা গুরুত্ব ও সম্মানসহ গ্রহণ করা।
আল্লাহ তাআলা বলেন :
﴿ ذَلِكَ وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ ﴾ [الحج:32].
এটাই হল আল্লার বিধান; যে আল্লাহর নিদর্শনসমূহকে সম্মান করে, নিঃসন্দেহে তা অন্তরের তাকওয়া থেকেই। (হজ : ৩২)
কিন্তু তাতে শরীয়াতের খেলাফ কাজ থেকে বিরত থাকতে হবে৷ তখনই যথার্থ হবে সম্মান প্রদর্শন ৷ সুতরাং কোন ধরণের অসম্মান ও অপসংস্কৃতি সম্পূর্ণ শরীয়া বিরোধী কর্ম ৷
তাই ঈদ কার্ড শরীয়াত সম্মত নয় ৷ বরং অপচয়ের অন্তর্ভূক্ত ৷ আরো অনেক ক্ষতি রয়েছে ৷ আল্লহ তায়ালা এ সব অপসংস্কৃতি থেকে হেফাযত করুন ৷ আমীন ৷
মুফতী মাসুম বিল্লাহ
Sharia Specialist, Islamic Economist, Banking & Finance Expert.
Khatib & Mufassir at Al Madina Jame Masjid at Eastern Housing, Pallabi Phase-2, Mirpur 11 ½.
Senior Muhaddis & Mufti at Jamia Islamia Darul Uloom Dhaka,Masjidul Akbar Complex, Mirpur-1,Dhaka-1216
Ustazul fiqh & Ifta at مركز البحوث الاسلامية داكا. Markajul Buhus Al Islamia Dhaka
হযরত, একটু দেখবেন- https://islamqa.info/ar/answers/65943/%D9%8A%D8%B5%D9%86%D8%B9-%D8%A8%D8%B7%D8%A7%D9%82%D8%A7%D8%AA-%D9%81%D9%8A-%D8%A7%D9%84%D8%A7%D8%B9%D9%8A%D8%A7%D8%AF-%D9%88%D9%8A%D8%A8%D9%8A%D8%B9%D9%87%D8%A7-%D9%81%D9%87%D9%84-%D9%8A%D8%AC%D9%88%D8%B2-%D9%84%D9%87