কাদিয়ানিদের মুসলমান মনে করে, ইসলামি বিভিন্ন বিষয় নিয়ে সে বহু কুটুক্তি করে; তাহলে সে কি মুমিন ?

By | February 16, 2023

ঈমান-বিশ্বাস

প্রশ্ন :

কেউ যদি
১/ কাদিয়ানিদের মুসলমান মনে করে।
২/ কাদিয়ানিদের ছালানা জলসায় সে যোগ দেয়।
৩/ কাদিয়ানিদের যারা অমুসলিম মনে করে তাদের বিরুধিতা সে করে।
৪/ ইসলামি পর্দার বিধান সে বিশ্বাস করেনা বরং এ নিয়ে তিরস্কার করে।
৫/ ইসলামী জিহাদকে অস্বীকার করে।
৬/ ধর্মের চেয়ে সংস্কৃতিকে সে প্রাধান্য দেয়
৭/ সে ইসলামি রাজনীতি বিশ্বাস করেনা।
৮/ ইসলামি খেলাফত ব্যাবস্থায় সে বিশ্বাসী না।
৯/ ইসলামি বিভিন্ন বিষয় নিয়ে সে বহু কুটুক্তি করে
তাহলে সে কি #মুমিন ?

উত্তর:

وبالله سبحانه التوفيق

এতকিছু অস্বীকার করার পর মুমিন কিভাবে থাকে! তা সন্দেহের ও জিজ্ঞাসার অবকাশ নাই!

বিশেষত: রসূললুল্লহ সল্লাল্লহু আলায়হি অসাল্লামকে শেষ নবী অস্বীকার করলে বা তাঁর পরে কাউকে নবী মনে করলে তার ঈমান থাকে না। তদ্রুপ এমন ব্যক্তিকে মুমিন-মুসলমান মনে করলেও ঈমান থাকে না!

তদ্রুপ অকাট্য প্রমাণিত বিধানকে অস্বীকার করলে ঈমান থাকে না!

والله تعالى اعلم

09/06/1442 — 23/01/2021

উত্তর প্রদান :

মুফতী মাসুম বিল্লাহ ।

সিনিয়র মুহাদ্দিস ও মুফতি -জামিয়া ইসলামিয়া দারুল উলুম,ঢাকা।

খতিব-আল মদিনা জামে মসজিদ, ইস্টার্ন হাউজিং, মিরপুর, ঢাকা।

@muftimasumbillahofficialpage

Facebook Comments Box

2 thoughts on “কাদিয়ানিদের মুসলমান মনে করে, ইসলামি বিভিন্ন বিষয় নিয়ে সে বহু কুটুক্তি করে; তাহলে সে কি মুমিন ?

  1. mehedionion

    আলহামদুলিল্লাহ্‌ ।
    আপনার লেখা এই পোষ্টের সাথে URL এর কোনো মিল নাই 🙁 যদি দয়া করে পোষ্টের সাথে সংগতি রেখে URL টা ঠিক করতেন তাহলে মানানসই হতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *