গোনাহের কাজ মান্নত করার হুকুম

By | November 18, 2021

প্রশ্ন:

কেউ যদি কোন গোনাহের কাজ মান্নত করে তাহলে তার কি হুকুম?

উত্তর: وبالله سبحانه التوفيق

যদি তার মান্নতকৃত বিষয়টি মৌলিকত্বের দিক দিয়ে গোনাহের কাজ হয় যেমন হত্যা, মদ পান, মাদক গ্রহণ, যিনা-ব্যভিচার, চুরি-ডাকাতি, সুদ-ঘুষ ইত্যাদি তাহলে তা মান্নত সংগঠিত হয় না এবং এমন মান্নত বাতিল হিসেবে গণ্য হয়, তাই এর দ্বারা মান্নতকারীর উপর কোন কিছু ওয়াজিব হয় না, তবে তওবা-ইসতিগফার করবে।

আর যদি যদি তার মান্নতকৃত বিষয়টি মৌলিকত্বের দিক দিয়ে গোনাহের কাজ না হয়; বরং মূলত জায়িয কাজ হলেও ভিন্ন কারণে গোনাহ হয় যেমন ঈদের দিনে রোযা রাখার মান্নত করা ইত্যাদি, তাহলে তা মান্নত সংগঠিত হবে এবং এমন মান্নত সহীহ হিসেবে গণ্য হয়, তবে এর দ্বারা মান্নতকারীর উপর ঈদের দিন রোযা না রেখে ভিন্ন দিনে ঐ রোযার কাযা করা ওয়াজিব হয়, ‌অন্যথায় ঐ রোযার কাযা না করলে কাফফারা আদায় করা ওয়াজিব হবে।

দেখুন,

بدائع الصنائع ٥/٨٢،

إعلاء السنن ١١/٤٢٦-٤٢٨،

فتح القدير ٤/٢٦-٢٧،

رد المحتار ٣/٧٤،

فيض الباري ٤/٤٣٩،

العرف الشذي ص:٤٣١،

تكملة فتح الملهم ٦/٩٩.

উত্তর প্রদান-

মুফতী মাসুম বিল্লাহ

Facebook Comments Box