হাদিসে এসেছে-
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন,
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
- তোমরা একে অপরকে হিংসা করবে না,
- নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদ কর না,
- পরস্পরে বিদ্বেষ রেখ না,
- একে অপরের সঙ্গে শত্রুতা পোষণ কর না,
- মূল্য নির্ধারণ হওয়ার পর চড়া দাম দিয়ে অন্যের কেনা জিনিস কিনবে না।
হে আল্লাহর বান্দারা!
- পরস্পর ভাই ভাই হয়ে যাও,
- এক মুসলমান অপর মুসলমানের ভাই।
- সে তার ভাই-এর ওপর যুলুম করে না।
- তাকে নিগৃহীত করে না,
- এবং তাকে হীন জ্ঞান করে না।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজ বুকের দিকে অঙুলি নির্দেশ করে তিন বার বলেন-
‘আত-তাকওয়া হা-হুনা অর্থাৎ তাকওয়া এখানে (বুকে)।’
কোনো ব্যক্তি দূরভিসন্ধি বা ষড়যন্ত্র করার জন্য এটাই যথেষ্ট যে,
সে তার মুসলমান ভাইদের হীন জ্ঞান করে।
প্রত্যেক মুসলমানের রক্ত, ধন-সম্পদ আর মান-সম্মান অপর মুসলমানের জন্য হারাম।’ (মুসলিম)
যদি আমরা এ হাদিসের উপর আমল করি তাহলে কি সমাজ বা দেশে কোনো প্রকার অন্যায় হওয়া সম্ভব?
অবশ্যই ‘না’ ; বরং পারস্পরিক শান্তি প্রতিষ্ঠায় এ হাদিসের আমলই যথেষ্ট।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি রিজিকে প্রাচুর্য এবং জীবনের উন্নতি কামনা করে, তার জন্য আত্মীয়-স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা উচিত।’ (বুখারি)
কাজী নজরুল ‘মানুষ’ কবিতায় কতই না সুন্দর বলেছেন-
গাহি সাম্যের গান-
মানুষের চেয়ে কিছু নাই,
নহে কিছু মহীয়ান,
নাই দেশ-কাল-পাত্রের ভেদ,
অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে
তিনি মানুষের জ্ঞাতি।
কেন_নিজেদের_মাঝে_এত_কাদা_ছোড়াছুড়ি_বিভেদ
উত্তর প্রদান :
মুফতী মাসুম বিল্লাহ ।
সিনিয়র মুহাদ্দিস ও মুফতি -জামিয়া ইসলামিয়া দারুল উলুম,ঢাকা।
খতিব-আল মদিনা জামে মসজিদ, ইস্টার্ন হাউজিং, মিরপুর, ঢাকা।
Sharia Specialist, Islamic Economist, Banking & Finance Expert.
Khatib & Mufassir at Al Madina Jame Masjid at Eastern Housing, Pallabi Phase-2, Mirpur 11 ½.
Senior Muhaddis & Mufti at Jamia Islamia Darul Uloom Dhaka,Masjidul Akbar Complex, Mirpur-1,Dhaka-1216
Ustazul fiqh & Ifta at مركز البحوث الاسلامية داكا. Markajul Buhus Al Islamia Dhaka