ফজরের পর সুরা ইয়াসিন পড়ার ফযিলত

By | November 20, 2021

প্রশ্ন:

অনেকে বলে ফজর বাদে ইয়াসিন পড়ার বিশেষ কোন ভ্যালু নেই! এ সম্পর্কে কিছু বলতেন যদি?

আব্দুর রহমান

উত্তর: وبالله سبحانه التوفيق

না, কথাগুলো সঠিক নয়;

বরং দিনের শুরুতে সুরা ইয়াসিন পড়ার ফযিলত হাদীছে বর্ণিত হয়েছে,

হজরত আতা বিন আবি রাবাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আমি শুনেছি যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি দিনের শুরুতে সুরা ইয়াসিন তেলাওয়াত করবে, তার সব হাজত (প্রয়োজন) পূর্ণ করা হবে।’

সুনানে দারেমী, সনদ মুরসাল।

উল্লেখ্য, যদিও কারো মতে মুরসাল যয়ীফ, কিন্তু মুহাক্কিকীনদের অনেকের মতে, মুরসাল যয়ীফ না, যদি ছিকাহ রাবীর হয়। তদুপরি ফযিলতের ক্ষেত্রে যয়ীফ হাদীছের উপর আমল করা যায়। والله تعالى أعلم

عن عطاء بن أبي رباحٍ قال: بلغني أن رسول اللّٰہ صلی اللّٰہ علیہ وسلم قال: من قرأ یٰٓس في صدر النہار قضیت حوائجہ۔ (رواہ الدارمي)

أخرجه الدارمي عن ‏عطاء بلفظ: بلغني أن رسول الله صلى الله عليه وسلم قال: من قرأ يس صدر النهار، ‏قضيت حوائجه.

وهذا أثر مرسل -كما رأيت- لأن عطاء ليس من الصحابة قطعاً

উত্তর প্রদান-

মুফতী মাসুম বিল্লাহ

Facebook Comments Box