![](https://askmasail.com/wp-content/uploads/2021/05/image.jpg)
নিম্নোক্ত নীতি ফলো করা উচিত:
১। ফেসবুক ব্যবহারে মূল লক্ষ্য হবে, কোন কিছু শেখা বা শেখানো, জানা বা জানানো, সংশোধন হওয়া বা করা।
২। কোন রূপ গীবত, সমালোচনা বৈধ নয়। তবে শরীয়াহ অনুমোদিত ক্ষেত্রে ভিন্ন কথা।
৩। কোন ধরণের ফিতনা সৃষ্টি বা ধুম্রজাল বিস্তার, ফাটল ধরানো, হেয় করা, অভদ্র আচরণ, অশালিন বক্তব্য, কুরুচিপূর্ণ শব্দ চয়ন, নাজায়িয ছবি, ভিডিও প্রকাশ, প্রচার ইত্যাদি সম্পূর্ণ অবৈধ।
৪। অযথা সেলফী তোলা, পোস্ট করা থেকে বিরত থাকা চাই।
৫। অযথা প্রাণীর ছবি বিশেষত বোরখা পরিহিত নারীর ছবিও প্রকাশ দৃঢ়ভাবে বর্জন করা চাই।
৬। কোন পোস্টে লাইক দেওয়া মানেই পোস্টের সব তথ্যের সাথে একমত হওয়া নয়।
৭। সময় স্বল্পতায় কোন পোস্টে কমেন্ট করতে যেয়ে নির্দিষ্ট কোন বিষয়ে সীমাবদ্ধ করা হয়ে থাকে। এটির মানে কখনোই এটি নয় যে, পোস্টের সাথে পুরোপুরি সহমত।
৮। যে কোন পোস্ট চোখের সামনে পড়াটা স্বাভাবিক। আবার কোন পোস্ট নাও পড়তে পারে।
তদুপরি মতের বিপরীত হওয়া সত্ত্বেও কোন কমেন্ট না করা সহমত হওয়ার দলীল নয়।
বিশেষত যদি সেটি কোন ধর্ম সম্পর্কিত বিষয়ে হয়ে থাকে!
৯। সালামের ব্যাপক প্রচলন কাম্য। শত ব্যস্ততায় এই আমলটি রক্ষা করা চাই।
১০। সালাম লিখিত কিংবা মৌখিক উভয় ক্ষেত্রেই এর উত্তর দেওয়া আবশ্যক। তবে মৌখিক উত্তর যথেষ্ট, লিখিত জরুরী নয়। তাই লিখিত সালামের উত্তর নিজে নিজে মৌখিকভাবে দিলে যথেষ্ট, তবে লিখিত উত্তর দিলে ভাল।
১১। নেট চালু থাকলেই ব্যবহারকারীকে অনলাইনে কিংবা active দেখায়। কিন্তু হয়ত তিনি অন্য জরুরী কাজে ব্যস্ত আছেন কিংবা ব্যস্ত না থাকলেও ফেসবুকিং বা চ্যাট করার জন্য আদৌ প্রস্তুত কিনা, সেটিও ভেবে চিন্তে নক করতে হবে।
১২। কেউবা জেনে না জেনেই অন্যকে ট্যাগ করছেন। অথচ যাকে Tag করছেন, হতে পারে তিনি আপনার মতের ঠিক উল্টো মত পোষণ করেন। তাই যথাসম্ভব ট্যাগ থেকে বিরত থাকা চাই।
১৩। কারো অনুমতি ব্যতীত তাকে কোন গ্রুপে এ্যাড করা নাজায়িয !।
ভাল গ্রুপ হলে এর পরিচিতি অন্যদের কাছে পাঠান। তাঁরা ভাল বোধ করলে এর সদস্য হবেন, একসেপ্ট করবেন।
১৪। কারো পোস্ট ভাল লাগলে সে অবশ্যই শেয়ার করতে পারবেন। তবে কপি পেস্ট করলে উদ্ধৃতি দেওয়া জরুরী।
নচেৎ খিয়ানত হবে।
১৫। শুদ্ধ বানান ও প্রাঞ্জল ভাষায় লেখা কাম্য।
১৬। like কিংবা comment এগুলোও এক ধরণের সহযোগিতা ও সাক্ষ্য। খুব খেয়াল করা চাই।
১৭। কারো ব্যক্তিগত সংশোধনী থাকলে ইনবক্সে নক করা চাই।
১৮। অনর্থক বা যৌন উদ্দিপক পোস্ট থেকে পূর্ণ বিরত থাকা চাই।
১৯। গায়রে মাহরাম ফ্রেন্ড বানানো বৈধ নয়, তবে দ্বীনী ও বৈধ বিষয়ের ফলোয়ার হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই পর্দা ও শরয়ী অন্যান্য বিধান রক্ষা করতে হবে।
২০। মাহরাম নারী বা পুরুষ ফ্রেন্ড বানালেও সে তো অন্যদের মাহরাম নয়, তাই পর্দা ইত্যাদি বিষয় খেয়াল রাখা অতীব জরুরী।
২১। ফ্রেন্ড এমন বানানো বা রাখা উচিত, যিনি কবরে, হাশরে উপকারে আসবেন, কমপক্ষে ক্ষতির কারণ না হয়।
By, Mufti Masum Billah
Sharia Specialist, Islamic Economist, Banking & Finance Expert.
Khatib & Mufassir at Al Madina Jame Masjid at Eastern Housing, Pallabi Phase-2, Mirpur 11 ½.
Senior Muhaddis & Mufti at Jamia Islamia Darul Uloom Dhaka,Masjidul Akbar Complex, Mirpur-1,Dhaka-1216
Ustazul fiqh & Ifta at مركز البحوث الاسلامية داكا. Markajul Buhus Al Islamia Dhaka