
প্রশ্ন:
ব্যাংকের স্কলারশিপ গ্রহণ করা বৈধ হবে কি?
উত্তর: وبالله سبحانه التوفيق
সুদভিত্তিক পরিচালিত ব্যাংক সাধারণত সুদ হতেই স্কলারশীপ প্রদান করে; তাই উক্ত ব্যাংক সুদভিত্তিক পরিচালিত হলে আপনার স্কলারশীপ হালাল হবে না।
তবে আপনি গরীব ও নিডি হলে একজন বিজ্ঞ মুত্তাকী মুফতীর পরামর্শ ও সিদ্ধান্তক্রমে উক্ত স্কলারশীপ বৈধ হবে।
হ্যাঁ, যদি হালাল বা বৈধ ফান্ড হতে প্রদান করে তাহলে গরীব না হলেও বৈধ হবে। والله تعالى أعلم
উত্তর প্রদান:
মুফতী মাসূম বিল্লাহ
Sharia Specialist, Islamic Economist, Banking & Finance Expert.
Khatib & Mufassir at Al Madina Jame Masjid at Eastern Housing, Pallabi Phase-2, Mirpur 11 ½.
Senior Muhaddis & Mufti at Jamia Islamia Darul Uloom Dhaka,Masjidul Akbar Complex, Mirpur-1,Dhaka-1216
Ustazul fiqh & Ifta at مركز البحوث الاسلامية داكا. Markajul Buhus Al Islamia Dhaka