হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী রহ. বলেন-
মানুষ মসজিদে এসে অন্যদের জুতা এদিক সেদিক সরিয়ে নিজেদের জুতার জন্যে জায়গা করে নেয়। আমি এটাকে নাজায়েয মনে করি।
কারন যে যেখানে জুতা রেখেছে সে সেখানেই তা তালাশ করবে। যখন পাবে না তখন পেরেশান হবে। অন্যকে কষ্ট দেয়া কি করে জায়েজ হতে পারে?
যে পর্যন্ত জুতা রাখা হয়েছে তারপর নিজের জুতা রাখুন। অন্যের জুতা বিক্ষিপ্ত করার অধিকার কারো নেই।
মন্তব্যঃ এ ভুলটি আমরা অনেকেই করে থাকি। আমাদের আমলকে আল্লাহ পাক সংশোধন করার তৌফিক দান করুন । আমীন
(কামালাতে আশরাফিয়া কিতাব হতে সংগৃহীত)
Sharia Specialist, Islamic Economist, Banking & Finance Expert.
Khatib & Mufassir at Al Madina Jame Masjid at Eastern Housing, Pallabi Phase-2, Mirpur 11 ½.
Senior Muhaddis & Mufti at Jamia Islamia Darul Uloom Dhaka,Masjidul Akbar Complex, Mirpur-1,Dhaka-1216
Ustazul fiqh & Ifta at مركز البحوث الاسلامية داكا. Markajul Buhus Al Islamia Dhaka