যাকাত ৩৫৪ দিন= ২.৫% আর যাকাত ৩৬৫ দিন= ২.৬% কেন ?

By | April 22, 2021

প্রশ্ন:

যাকাত ৩৫৪ দিন= ২.৫% আর যাকাত ৩৬৫ দিন= ২.৬% এটা বুঝ‌তে পা‌রি নাই। একটু বিস্তা‌রিত কিভা‌বে জান‌তে পা‌রি?

আবু জাওয়াদ

উত্তর:وبالله سبحانه التوفيق

যাকাত মূলত হিজরী বা চান্দ্র বছর হিসেবে দিতে হয় আর হিজরী বা চান্দ্র বছর ৩৫৪ দিনে হয়।

কেউ যদি হিজরী বা চান্দ্র বছর হিসাব করতে না পারে বা ইংরেজী বা সৌর বছর হিসেবে দিতে চায় তাহলে ২.৫৭% সতর্কতা মূলক ২.৬% দিতে হবে।

কারণ সেক্ষেত্রে ১০-১২ দিন বেশি হয়ে যায়। আর ঐ বেশি দিনগুলোর যাকাতের পরিমাণ হয় ০.০৭% – ০.০৭৫% , সতর্কতামূলক ০.১% বৃদ্ধি করা ভাল।

সে হিসেবেই ৩৬৫ দিনে ২.৫৭% , ৩৬৬ দিনে ২.৫৭৫% বা সতর্কতা মূলক ২.৬% প্রদানের কথা বলা হয়েছে।والله تعالى اعلم

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *