রেমিটেন্সের বোনাস কি বৈধ?

By | February 9, 2021

প্রশ্ন:

হুজুর,,,,(আল্লাহ আপনার ইলেম, আমল ও হায়াতের মধ্যে বারাকাত দান করুন আমিন),,,, ইসলামি ব্যংকে অন্যদেশ থেকে টাকা আনলে ৩% বোনাস পাওয়া যায়। অর্থাৎ ১,০০০০০ টাকা আশলে তারা ১০৩০০০টাকা দেয় এখন জানার বিষয় হলো এই টাকার হুকুম কি?ইসমাঈল বিন কাবীর

উত্তর:

وبالله سبحانه التوفيق

সরকার ঘোষিত প্রণোদনা বা বোনাসের ২% জায়িয, তার অতিরিক্ত নাজায়িয। والله تعالى اعلم

উত্তর প্রদান :

মুফতী মাসুম বিল্লাহ ।

সিনিয়র মুহাদ্দিস ও মুফতি -জামিয়া ইসলামিয়া দারুল উলুম,ঢাকা।

খতিব-আল মদিনা জামে মসজিদ, ইস্টার্ন হাউজিং, মিরপুর, ঢাকা।

@muftimasumbillahofficialpage

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *