রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করতে গিয়ে বীর্যপাত হলে কি কাজা ও কাফফারা দিতে হবে?

By | May 10, 2021

প্রশ্ন:
রমজান মাসের রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করতে গিয়ে উত্তেজনাবশত অনিচ্ছাকৃতভাবে যদি বীর্যপাত হয় তাহলে কি কাজা ও কাফফারা উভয়ই ওয়াজিব হবে নাকি শুধু কাজ করলেই হবে?? উল্লেখ্য, আমাদের দুজনেরই যৌনাঙ্গ ঢাকা ছিল। সহবাস হয়নি শুধুমাত্র চুম্বন করতে গিয়ে এই ঘটনা ঘটে।

From: আসাদুল্লাহ আল গালিব

উত্তর: وبالله سبحانه التوفيق

না, রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করতে গিয়ে উত্তেজনাবশত অনিচ্ছাকৃতভাবে যদি বীর্যপাত হয় তাহলে কাজা ও কাফফারা কোনটাই ওয়াজিব হবে না।

জাবির ইবনে যায়েদকে জিজ্ঞাসা করা হয়েছে, কোন ব্যক্তি তার স্ত্রীর দিকে কামভাবের সাথে তাকানোর ফলে বীর্যপাত ঘটেছে, তার কি রোযা ভেঙ্গে গেছে? তিনি বললেন, ‘না। সে রোযা পূর্ণ করবে।’-মুসান্নাফে ইবনে আবী শাইবা ৬-২৫৯

তবে রোযা অবস্থায় নিজ স্ত্রীর সাথেও এমন কামভাবে চুম্বন করা গুনাহ। এতে রোযার ফযীলত ও বরকত থেকে মাহরূম হয়ে যায়।

হ্যাঁ, বীর্যপাত ঘটা বা সহবাসে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকলে স্ত্রীকে চুমু খাওয়া জায়েয।

আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রা. বলেন, আমরা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম। ইতিমধ্যে একজন যুবক এল এবং প্রশ্ন করল, আল্লাহর রাসূল! আমি কি রোযা অবস্থায় চুম্বন করতে পারি? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। এরপর এক বৃদ্ধ এল এবং একই প্রশ্ন করল। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাঁ। আমরা তখন অবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছিলাম। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জানি, তোমরা কেন একে অপরের দিকে তাকাচ্ছ। শোন, বৃদ্ধ ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে।-মুসনাদে আহমদ ২/১৮০, ২৫০

আবু মিজলায রাহ. বলেন, আবদুল্লাহ ইবনে আববাস রা.-এর নিকট এক বৃদ্ধ রোযা অবস্থায় চুমু খাওয়ার মাসআলা জিজ্ঞাসা করল। তিনি তাকে অনুমতি দিলেন। অতঃপর এক যুবক এসে একই মাসআলা জিজ্ঞাসা করলে তিনি তাকে নিষেধ করলেন।-মুসান্নাফে আবদুর রাযযাক ৪/১৮৫।

আরো দেখুন :

সহীহ বুখারী ১/২৫৮; ফাতাওয়া হিন্দিয়া ১/২০৪; ফাতাওয়া শামী ২/৩৯৬, খুলাসাতুল ফাতাওয়া ১/২৬০; ফাতাওয়া হিন্দিয়া ১/২০০,

উত্তর প্রদান

মুফতী মাসুম বিল্লাহ

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *