স্নাক ভিডিও (Snack Video) এ্যাপস ব্যবহার ও তা দিয়ে ইনকাম কি বৈধ ?

By | July 11, 2021

প্রশ্ন:

স্নাক ভিডিও (Snack Video) এ্যাপস ব্যবহার ও তা দিয়ে ইনকাম কি বৈধ ?

উত্তর : وبالله سبحانه التوفيق

স্নাক ভিডিও (Snack Video) অ্যাপস ব্যবহার ও তা দিয়ে ইনকাম নাজায়িয ও অবৈধ।

বরং মারাত্মকতম ফিতনা ও অশ্লীলতাপূর্ণ গোনাহের কাজ।

অনুসন্ধানী তথ্যানুযায়ী স্নাক ভিডিও (Snack Video) অ্যাপলিকেশনে শরয়ী দৃষ্টিকোণ হতে নিম্নোক্ত ত্রুটি রয়েছে:

১. এতে গায়রে মাহরাম নারী-পুরুষের বেপর্দা ছবি-ভিডিও তৈরি করে প্রচার-প্রসার করা হয়।

২. নন মাহরাম নারী-পুরুষ দেখার গোনাহ হয়।

৩. মিউজিক ও নাজায়িয গান ব্যবহার হয়।

৪. নারী-পুরষের নাচ-গানের ভিডিও তৈরি করা হয়।

৫. অশ্লীলতা ও অবৈধ কার্যকলাপের মাধ্যম।

৬. অবৈধ ছবি-ভিডিও তৈরি করা হয়।

৭. অবৈধ ক্রীড়া-কৌতুক ও বিনোদনের খোরাক।

৮. নাজায়িয ও অযথা কাজে সময়ের অপব্যবহার।

৯. উপহাস ও ঠাট্টা-বিদ্রুপের ভিডিও তৈরি করা হয়।

১০. ইনকামের জন্য ছোট-বড়, যুবক-বৃদ্ধ রুচিবিরুদ্ধ অঙ্গ-ভঙ্গি তৈরি করে।

উপরোক্ত সবগুলো কাজই মারাত্মকতম নাজায়িয ও অবৈধ কাজ। যার কোন একটির উপস্থিতিই নাজায়িয হওয়ার জন্য যথেষ্ট। তদুপরি এতগুলো নাজায়িয কাজে পূর্ণ অ্যাপস ব্যবহার ও তা দ্বারা ইনকাম অবৈধ ও নাজায়িয হওয়া বলাইবাহুল্য!

এই অ্যাপস ব্যবহার ও তা দিয়ে ইনকাম হালাল হবে না।

তাই তা অবশ্যই পরিত্যাজ্য। والله تعالى أعلم

উত্তর প্রদান

মুফতী মাসূম বিল্লাহ

Facebook Comments Box