এজেন্ট ব্যাংকিং ব্রাঞ্চ কি বৈধ?

By | July 28, 2021

প্রশ্ন:

ব্যাংকের কার্যক্রমের সীমিত পরিসরে ব্রাঞ্চ বা এজেন্ট ব্যাংকিং কি বৈধ?

কোন ব্যক্তি ব্যাংকে না গিয়েই ব্যাংকিং কার্যক্রম যেমন নিজের একাউন্টে টাকা জমাদান, একাউন্ট হতে টাকা উত্তোলন, ইত্যাদি এজেন্ট ব্যাংকিং ব্রাঞ্চ হতে সম্পন্ন করতে পারে।

এ সব কাজের পরিবর্তে এজেন্ট ব্যাংকের পক্ষ হতে কিছু কমিশন পেয়ে থাকে।

এমন কাজ ও ইনকাম কি বৈধ হবে?

উত্তর: وبالله سبحانه التوفيق

এসব এজেন্ট ব্যাংকিং এর কার্যক্রম ব্যাংকের সুদী কারবারেরই অংশ। ব্যাংক যা করে এসব ব্রাঞ্চ বা এজেন্ট তাই করে। আর ব্যাংকের সাথে যুক্ত থেকেই ব্যাংকিং কার্যক্রম করার চুক্তিবদ্ধ থাকে। সুতরাং ব্যাংকের সুদী কারবার যেমন হারাম তেমন এজেন্ট ব্যাংকিং এর সুদী কার্যক্রমও হারাম।

অতএব সুদী ব্যাংকের ব্রাঞ্চ বা এজেন্ট ব্যাংকিং নাজায়িয। এবং তার সুদী কার্যক্রমের বেতন-ভাতা ও কমিশন নাজায়িয। والله تعالى أعلم

(١) يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا الرِّبَا أَضْعَافًا مُّضَاعَفَةً ۖ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (آل عمران 130)

وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا ۚ فَمَن جَاءَهُ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِ فَانتَهَىٰ فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ ۖ وَمَنْ عَادَ فَأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ (البقرة٢٧٥)

عَنْ جَابِرٍ ، قَالَ : لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ آكِلَ الرِّبَا، وَمُؤْكِلَهُ، وَكَاتِبَهُ، وَشَاهِدَيْهِ. وَقَالَ : ” هُمْ سَوَاءٌ “. (صحيح مسلم حديث نمبر ١٥٩٨ كِتَابٌ : الْمُسَاقَاةُ | بَابٌ : لَعْنُ آكِلِ الرِّبَا، وَمُؤْكِلِهِ)

وَتَعَاوَنُوا۟ عَلَى ٱلۡبِرِّ وَٱلتَّقۡوَىٰۖ وَلَا تَعَاوَنُوا۟ عَلَى ٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَ ٰ⁠نِۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَۖ إِنَّ ٱللَّهَ شَدِیدُ ٱلۡعِقَابِ﴾ [المائدة ٢]

و لا تعاونوا على الإثْمِ وَالْعُدْوَانِ﴾ يَأْمُرُ تَعَالَى عِبَادَهُ الْمُؤْمِنِينَ بِالْمُعَاوَنَةِ عَلَى فِعْلِ الْخَيْرَاتِ، وَهُوَ الْبَرُّ، وَتَرْكِ الْمُنْكِرَاتِ وَهُوَ التَّقْوَى، وَيَنْهَاهُمْ عَنِ التناصر على الباطل. وَالتَّعَاوُنِ عَلَى الْمَآثِمِ وَالْمَحَارِمِ. (تفسير القرآن العظيم — ابن كثير، تفسیر سورة المائدة ٢)

إنما تحصل المعصية بفعل فاعل مختار. (رد المحتار على الدر المختار ٥٦٢/٩ كتاب الحظر و الإباحة زكريا)

উত্তর প্রদান

মুফতী মাসূম বিল্লাহ

Facebook Comments Box