
প্রশ্ন:
কোন ধরণের ত্রুটি থাকলে কুরবানী সহীহ হয় না?
উত্তর : وبالله سبحانه التوفيق
হাদীছে পাকে এসেছে,
عن البراء بن عازب رضى الله عليه وسلم قال:
« قام فينا رسول الله صلى الله وسلم فقال:
أربع لا تجوز في الأضاحي
العوراء البين عورها
والمريضة البين مرضها
والعرجاء البين ضلعها
والكسيرة التي لا تنقى »
সাহাবী বারা ইবনে আযেব (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূলুল্লাহ (সা.) আমাদের মাঝে দাঁড়ালেন,
তারপর তিনি বললেন :
চার ধরনের পশু,
যা দিয়ে কুরবানী জায়েয হবে না।
১, অন্ধ; যার অন্ধত্ব স্পষ্ট,
২, রোগাক্রান্ত; যার রোগ স্পষ্ট,
৩, পঙ্গু; যার পঙ্গুত্ব স্পষ্ট
৪, এবং আহত; যার কোন অংগ ভেংগে গেছে।
নাসাঈ‘র বর্ণনায় ‘আহত’ শব্দের স্থলে ‘পাগল’ উল্লেখ আছে।
(তিরমিজি-১৫৪৬; নাসাঈ’-৪৩৭১; আবূদাউদ; হাদিসটি সহীহ)।
উক্ত হাদীছে উল্লেখিত বিষয়গুলোর বিশ্লেষণ :
১, অন্ধ :
এমন যে, দুটি চোখই অন্ধ বা এক চোখ পুরো নষ্ট সে পশু কুরবানী করা জায়েয নয়।
দেখুন,
-জামে তিরমিযী ১/২৭৫, কাযীখান ৩/৩৫২, আলমগীরী ২৯৭, বাদায়েউস সানায়ে ৪/২১৪
২, রোগাক্রান্ত :
এমন যে, জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না তা দ্বারা কুরবানী করা জায়েয নয়।
দেখুন,
-জামে তিরমিযী ১/২৭৫, আলমগীরী ৫/২৯৭, বাদায়েউস সানায়ে ৪/২১৪
৩, পঙ্গু :
এমন যে তিন পায়ে চলে, এক পা মাটিতে রাখতে পারে না বা ভর করতে পারে না এমন পশুর কুরবানী জায়েয নয়।
দেখুন,
-জামে তিরমিযী ১/২৭৫, সুনানে আবু দাউদ ৩৮৭, বাদায়েউস সানায়ে ৪/২১৪, রদ্দুল মুহতার ৬/৩২৩, আলমগীরী ৫/২৯৭
৪, আহত :
যার কোন অংগ ভেংগে গেছে।
যেমন,
ক, দাঁত ভাঙ্গা
এমন যে, একটি দাঁতও নেই বা এত বেশি দাঁত পড়ে গেছে যে, ঘাস বা খাদ্য চিবাতে পারে না এমন পশু দ্বারাও কুরবানী করা জায়েয নয়।
দেখুন,
-বাদায়েউস সানায়ে ৪/২১৫, আলমগীরী ৫/২৯৮
খ, শিং ভাঙ্গা
এমন যে, শিং একেবারে গোড়া থেকে ভেঙ্গে গেছে, যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে সে পশুর কুরবানী জায়েয নয়।
পক্ষান্তরে যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙ্গে গেছে বা শিং একেবারে উঠেইনি সে পশু কুরবানী করা জায়েয।
দেখুন,
-জামে তিরমিযী ১/২৭৬, সুনানে আবু দাউদ ৩৮৮, বাদায়েউস সানায়ে ৪/২১৬, রদ্দুল মুহতার ৬/৩২৪, আলমগীরী ৫/২৯৭
গ, লেজ বা কান কাটা
লেজ বা কোনো এক কান অর্ধেক বা তারও বেশি কাটা সে পশুর কুরবানী জায়েয নয়।
আর যদি অর্ধেকের বেশি থাকে তাহলে তার কুরবানী জায়েয।
তবে জন্মগতভাবেই যদি কান ছোট হয় তাহলে অসুবিধা নেই।
দেখুন,
-জামে তিরমিযী ১/২৭৫, মুসনাদে আহমদ ১/৬১০, ইলাউস সুনান ১৭/২৩৮, কাযীখান ৩/৩৫২, আলমগীরী ৫/২৯৭-২৯৮
والله تعالى اعلم
উত্তর প্রদানে:
মুফতী মাসূম বিল্লাহ
পূর্বের লিখিত —
Mufti Masum Billah
15/08/2018.
Sharia Specialist, Islamic Economist, Banking & Finance Expert.
Khatib & Mufassir at Al Madina Jame Masjid at Eastern Housing, Pallabi Phase-2, Mirpur 11 ½.
Senior Muhaddis & Mufti at Jamia Islamia Darul Uloom Dhaka,Masjidul Akbar Complex, Mirpur-1,Dhaka-1216
Ustazul fiqh & Ifta at مركز البحوث الاسلامية داكا. Markajul Buhus Al Islamia Dhaka