সাপোর্ট/অনুদান

askmasail.com ওয়েবসাইটকে সাপোর্ট দিন

askmasail.com ওয়েবসাইট আপনাদের প্রশ্নাবলীর উত্তর দেয়ার মাধ্যমে আপনাদের সেবা করে আসছে।

আমরা মানব জীবনের নানা দিক সম্পর্কিত বিচিত্র বিষয়ের প্রশ্নাবলীর জবাব দিয়ে যাচ্ছি।

যে উত্তরগুলো গভীর গবেষণা ও ব্যাপক অনুসন্ধানের পর গ্রন্থিত হয়। যাতে করে উত্তরগুলো হয় নির্ভরযোগ্য ও দলিলভিত্তিক।

কিন্তু বর্তমানে আমরা যে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছি এটি ক্রমান্বয়ে আমাদের সক্ষমতাকে সংকুচিত করে ফেলছে। যার ফলে আমরা উম্মাহর প্রয়োজন পূরণে কাঙ্ক্ষিত সেবা পেশ করতে পারছি না।

সাপোর্ট/অনুদান দিয়ে আমাদের হাতকে মজবুত করুন

বিগত যে কোন সময়ের চেয়ে বর্তমানে ইসলামী গাইডেন্স বড় প্রয়োজন। মুসলমানেরা প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। তাই সঠিক পথ চেনার জন্য তাদের শরিয়ার জ্ঞান প্রয়োজন।

প্রতিদিন প্রশ্নকারীরা বিবিধ বিষয়ের মুখোমুখি হয়ে আমাদের কাছে তাদের প্রশ্নাবলী পাঠান। কিন্তু সীমিত সামর্থ্যের কারণে আমরা তাদের প্রয়োজনে সাড়া দিতে পারছি না। বরং ক্ষুদ্র শতাংশ প্রশ্নকারীর উত্তরও আমরা দিতে পারছি না।

askmasail.com ওয়েবসাইট যাতে উম্মাহর প্রয়োজনে সাড়া দিতে পারে এবং যে প্রশ্নগুলো পাঠান সে সব প্রশ্নের দলিলভিত্তিক ও বিস্তারিত উত্তর দিতে পারে সে জন্য আপনাদের সাপোর্ট প্রয়োজন।

আপনাদের সাপোর্ট/অনুদান কিভাবে আমাদেরকে সাহায্য করবে

~রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “যে ব্যক্তি কোনো কল্যাণের দিকে পথপ্রদর্শন করে, সে আমলকারীর অনুরূপ প্রতিদান পায়।”[ সহীহ মুসলিমঃ ১৮৯৩]

আপনার মাধ্যমে askmasail.com ওয়েবসাইট থেকে যত সংখ্যক মানুষ উপকৃত হবে এর প্রতিদান আপনিও পাবেন, ইন-শা-আল্লাহ।

• সর্বদা দুআ ও পরামর্শ দিয়ে সঙ্গে থাকা। আপনাদের পরামর্শ, সহযোগিতা আমাদের সব সময়ের জন্য প্রয়োজন।

• তাওফিক অনুযায়ী নিজে অনুদান প্রদান এবং পরিচিতজন ও বন্ধু-বান্ধবকে অনুদান দিতে উৎসাহিত করা।

আপনার সাপোর্ট আমাদের সক্ষমতা বাড়াবে। আমরা আমাদের প্রজেক্টের পরিসর বিস্তৃত করতে সক্ষম হব। ফলে আমরা ক্রমবর্ধমান প্রয়োজন পূরণে সাড়া দিতে সক্ষম হব; ইনশা আল্লাহ।

  • ✓ আরও বেশি প্রশ্নের উত্তর দিতে পারা
  • ✓ প্রশ্নোত্তরের সাথে সম্পৃক্ত গবেষণাকর্মকে মজবুত করা
  • ✓ অনুবাদের পরিসরকে বিস্তৃত করা
  • ✓ বিষয়বস্তুর পরিসরকে বিস্তুত করা যাতে নতুন বিষয় যোগ করা যায়
  • ✓ মেইটেন্যান্স ও সাপোর্টিং খরচ চালানো
  • ✓ অবকাঠামো ও কম্পিউটার সার্ভিসের খরচ বহন
  • ✓ আমাদের ওয়েবসাইটের উন্নয়ন ও মোবাইল অ্যাপগুলোর পেছনে খরচ করা
  • ✓ প্রযুক্তিগত ও ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নয়ন সংক্রান্ত গবেষণায় ব্যয় করা
  • ✓ ভবিষ্যত প্রকল্পগুলোর ব্যয় বহনে সহযোগিতা করা

📷 অনুদান পাঠানোর পদ্ধতি কী?

Jahid Hossain (Director) 017 9718 7749 (বিকাশ+নগদ)

সার্বিক যোগাযোগ : মুফতী মাসুম বিল্লাহ 017 7872 8805

askmasail.com ওয়েবসাইট সম্পর্কে আরও বিস্তারিত জানুন

আপনি যদি askmasail.com ওয়েবসাইট সম্পর্কে আরও বিস্তারিত জানতে আগ্রহী হন তাহলে নীচের লিংকে দেয়া পেইজটি ভিজিট করুন:

Facebook Comments Box