প্রশ্ন:
রোযাবস্থায় মুখে থুতু জমানো ও তা গিলে ফেললে রোযার ক্ষতি হবে কি?
উত্তর: وبالله سبحانه التوفيق
মুখের ভেতর অনিচ্ছায় নিজে জমা হওয়া থুতু গিললে রোযার কোন ক্ষতি হবে না।
তবে মুখের ভেতর ইচ্ছাকৃত থুতু জমানো ও তা গিলা মাকরূহ, এবং রোযাও মাকরূহ হয়। তবে রোযা ভাঙবে না।والله تعالى أعلم
وفی الہندیة: ویکرہ للصائم أن یجمع ریقہ فی فمہ ثم یبتلعہ (۱/۱۹۹) . واللہ تعالیٰ اعلم
উত্তর প্রদান:
মুফতী মাসূম বিল্লাহ
সিনিয়র মুহাদ্দিস ও মুফতি -জামিয়া ইসলামিয়া দারুল উলুম,ঢাকা।
খতিব-আল মদিনা জামে মসজিদ, ইস্টার্ন হাউজিং, মিরপুর, ঢাকা।
০৬ রমাদান ১৪৪২ হি./ ১৮ এপ্রিল ২০২১ ঈ.।
Sharia Specialist, Islamic Economist, Banking & Finance Expert.
Khatib & Mufassir at Al Madina Jame Masjid at Eastern Housing, Pallabi Phase-2, Mirpur 11 ½.
Senior Muhaddis & Mufti at Jamia Islamia Darul Uloom Dhaka,Masjidul Akbar Complex, Mirpur-1,Dhaka-1216
Ustazul fiqh & Ifta at مركز البحوث الاسلامية داكا. Markajul Buhus Al Islamia Dhaka