জীবন যাপনে সমস্যার মূল কারণ ও প্রতিকার

By | March 2, 2021

বর্তমানে মানুষের সাথে কথা বলে ও মিশে যা অভিজ্ঞতালব্ধ হয়েছে, তা হলো :

মানুষ দুইটা দিক থেকে সমস্যায় জর্জরিত ;

একটা আর্থিক দিক থেকে ;
আরেকটা হলো মানসিক দিক থেকে ।

• আর্থিক দিক সমস্যার মূলে রয়েছে :
তারা শরিয়া নীতি কে ফলো করছে না ।
যেমন শরীয়াহ আয়-ব্যয়ের নীতিমালা রেখেছে।
বিশেষতঃ খরচের খাতের নীতিমালা আছে ;
সেগুলো কে খেয়াল করছে না ।
যেমন:
জরুরাত-হাজত ইত্যাদি অনুযায়ী ব্যয় করা হচ্ছে না; বরং আরো উল্টা অতিরিক্ত ঋণে জড়িয়ে পড়ছে।

এ কারণে অনেক চাপে জর্জরিত হয়ে পড়ছে।

• সমাধান:
১. শরীয়াহর আয়-ব্যয় নীতিমালা অনুযায়ী আয়-ব্যয় করা।
২. বিশেষতঃ জরুরত-হাজত ইত্যাদি খেয়াল করে ব্যয় করা।
৩. যথাসম্ভব ঋণ না করে চলা।

• আর মানসিক সমস্যার দিক হলো:

ব্যক্তিগত, সাংসারিক ও কর্মক্ষেত্রে মানুষ বিভিন্ন মানসিক সমস্যায় ভুগছে সেই সমস্যাগুলোর মূলেও রয়েছে শরীয়াহর নীতিমালা অনুযায়ী না চলা।

• সমাধান :
১. নেতিবাচক মনোভাব রাখা যাবে না
২. কাউকে ছোট করে দেখা যাবে না
৩. ছোট-খাটো বিষয় ধরা যাবে না
৪. অন্যের পিছনে পড়া যাবে না
৫. কারো সাথে রাগ করা যাবেনা

ইত্যাদি বিষয়গুলো খেয়াল করতে হবে।

আশাকরি বিষয়গুলো সমাধান আসবে।

আল্লাহ তাআলা আমাদের সকলকে উভয় জগতে শান্তিময় জিন্দেগি দান করেন, আমীন!

  • মুফতী মাসূম বিল্লাহ
Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *