প্রতিদিন করুন –
১, শরীরের যত্ন:
নিয়মিত হাঁটা ও ব্যায়াম, পুষ্টিকর খাবার, নিয়মিত ঘুম ৷
২, আত্মিক যত্ন:
ইবাদত যথাসময়ে যথা নিয়মে, নিয়মিত যিকর, নিয়মিত মুরাকাবা, নিয়মিত মুহাসাবা ৷
৩, বুদ্ধিবৃত্তির চর্চা:
টেনশন মুক্ত, কৌতূহলী, সজাগ ও সৃজনশীল, নতুন কিছু জানা, শেখা, করা ৷
৪, ইতিবাচক চিন্তার চর্চা:
নিজের মনোভাব প্রকাশ, ক্ষমা করা, কৃতজ্ঞতা, বিনয়, ধৈর্য, ক্রোধ বর্জন, নিজেকে ছোট করে এমন কাজ বর্জন ৷
৫, সামাজিক জীবন:
পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধবের সঙ্গ, বিনোদন, সহকর্মীদের সঙ্গ ৷
মুফতী মাসুম বিল্লাহ ।
সিনিয়র মুহাদ্দিস ও মুফতি -জামিয়া ইসলামিয়া দারুল উলুম,ঢাকা।
খতিব-আল মদিনা জামে মসজিদ, ইস্টার্ন হাউজিং, মিরপুর, ঢাকা।
Sharia Specialist, Islamic Economist, Banking & Finance Expert.
Khatib & Mufassir at Al Madina Jame Masjid at Eastern Housing, Pallabi Phase-2, Mirpur 11 ½.
Senior Muhaddis & Mufti at Jamia Islamia Darul Uloom Dhaka,Masjidul Akbar Complex, Mirpur-1,Dhaka-1216
Ustazul fiqh & Ifta at مركز البحوث الاسلامية داكا. Markajul Buhus Al Islamia Dhaka