ক্রেডিট কার্ডের রিওয়ার্ড বা ক্যাশব্যাক কি হালাল ?

By | February 9, 2021

প্রশ্ন:

মুফতি সাহেব! আমি ক্রেডিট কার্ড ব্যবহার করি! সুদ এড়ানোর জন্য টাকা খরচের দুই-একদিনের মধ্যে ক্রেডিট পে করে দেই! ডিউ ডেটের আগে পেমেন্ট ক্লিয়ার করায় ক্রেডিট কার্ড কোম্পানি আমাকে রিওয়ার্ড/ ক্যাশব্যাক দেয়! এটা কি আমার জন্য হালাল ?
মুজিব চৌধুরী
জর্জিয়া।

উত্তর:

وبالله سبحانه التوفيق
জী, ক্রেডিট কার্ডের রিওয়ার্ড বা ক্যাশব্যাক হালাল। والله تعالى اعلم

উত্তর প্রদান :

মুফতী মাসুম বিল্লাহ ।

সিনিয়র মুহাদ্দিস ও মুফতি -জামিয়া ইসলামিয়া দারুল উলুম,ঢাকা।

খতিব-আল মদিনা জামে মসজিদ, ইস্টার্ন হাউজিং, মিরপুর, ঢাকা।

@muftimasumbillahofficialpage


Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *